নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

Daily Ajker Sylhet

admin

০৮ জুলা ২০২৪, ০১:০৩ অপরাহ্ণ


নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার দূরের খাকচক এলাকার কমলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। এছাড়া কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো ফাঁড়িতে নিয়ে আসেন নরসিংদী রেলওয়ে পুলিশ।

রায়পুরা থানার এসআই মো. হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Sharing is caring!