কুখ্যাত দুই ডাকাতসহ ৬ জন পুলিশের জালে

Daily Ajker Sylhet

admin

১৫ জুলা ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ণ


কুখ্যাত দুই ডাকাতসহ ৬ জন পুলিশের জালে

দিরাই সংবাদদাতা:
সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল, তালা ভাঙার যন্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। রবিবার দিবাগত (১৫ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামের মো. হাছন খানের ছেলে মো. সুজন আহমদ সেবুল (৩৩), পৌরসভার ভরারগাঁও গ্রামের মৃত ওয়াকিব উল্ল্যা ছেলে রহিবুর রহিবুল (৪৪), হাইস্কুল রোডের স্বপন পালের ছেলে জনি পাল (২২), একই গ্রামের মতিন মিয়ার ছেলে স্বপন মিয়া(২৩), দৌওজ গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২৫) ও হারনপুর গ্রামের মৃত আনন্দ বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস (২২)।

পুলিশ বলছে- তাদের মধ্যে দুইজন কুখ্যাত ডাকাত।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও চুরি মামলাসহ ১৩টি মামলার আসামি মো. সুজন আহমদ সেবুলকে দিরাই থানাধীন কাইমা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাইমায় অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া ১৫০ সিসির পালসার মোটরসাইকেল (রেজি নং-সিলেট মেট্টো-ল-১১-৩২১২) উদ্ধার করে পুলিশ।

অপর অভিযানে ডাকাতি, চুরি ও জুয়াসহ ১০টি মামলার আসামি রহিবুর ওরফে রহিবুলকে দিরাইয়ের ভরারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

একই রাতে আরেকটি অভিযানে ২টি রেঞ্চ, ১টি তালা ভাঙার যন্ত্র ও ১টি হেমারসহ জনি পাল, স্বপন মিয়া, রনি বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসকে দিরাই- সুনামগঞ্জ সড়ক থেকে গ্রেফতার করে পুলিশ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!