সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে সুনামগঞ্জ বি ক্ষো ভ, গ্রেফতার ১

Daily Ajker Sylhet

admin

১৭ জুলা ২০২৪, ০৪:১৯ অপরাহ্ণ


সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে সুনামগঞ্জ বি ক্ষো ভ, গ্রেফতার ১

সুনামগঞ্জ সংবাদদাতা:
সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নেতাকর্মীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থী ও জেলা ছাত্রদলে।

শহরের পৃথক স্থানে এই কর্মসূচিতে কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহত শিক্ষার্থীদের হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।

অনতিবিলম্ব কোটাপ্রথা বাতিলের সাথ সাথে হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি দাবি জানান সাধারণ শিক্ষার্থী। দুপুর ১২ টায় শহরের হোসেন বখত চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিহারি পয়েন্টে শেষ করে শিক্ষার্থীরা।

এসময় মিছিল থেকে ফেরার পথে সুমেল আহমদ নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই শিক্ষার্থীর বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. খালেদ চৌধুরী।

অপরদিকে সকালে ১১ টায় শহরের পুরাতন বাস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাঁধার মুখে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এদিকে কোটাপ্রথা আন্দোলনের বিরুদ্ধে শহরে শোডাউন দিয়েছে জেলা ছাত্রলীগ।

Sharing is caring!