বিয়ের দাবিতে ৭ দিন প্রেমিকার অনশন
৩০ জুলা ২০২৪, ০১:০১ অপরাহ্ণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারীর চর লাঠিয়ালডাঙ্গা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সাত দিন ধরে অনশন করছে প্রেমিকা। এ ঘটনায় ওই তরুণীর চাচা বাদী হয়ে প্রেমিক আব্দুল মান্নানসহ সাতজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।
জানা যায়, ওই তরুণী উপজেলার পার্শ্ববর্তী গ্রামের চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের সঙ্গে গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এ ছাড়াও প্রেমিক আব্দুল মান্নান প্রতারণা করে চাকরির কথা বলে ওই তরুণীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা নেন। পরে টাকা ফেরত ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই তরুণী গত এক সপ্তাহ ধরে প্রেমিকার বাড়িতে অবস্থান করেন।
এ সময় মান্নানের পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ওই তরুণীকে। পরে চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে।
অবস্থা বেগতিক দেখে ছেলের বাবা-মা মর্জিনা অনেকেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের বিয়ের প্রতিশ্র“তি দিয়ে টালবাহানা করতে থাকে। ওসি গোলাম মর্তুজা বলেন, বিষয়টি তদন্তের জন্য এসআই জুয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।