সুজানগরে মুখ-পা বাঁধা কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

০৩ আগ ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ


সুজানগরে মুখ-পা বাঁধা কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুজানগর প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলায় নুরুল ইসলাম নুরু (৫৫) নামে এক কৃষকের মুখ-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কাচুরী গ্রামে নিজ বাড়ির পেছনে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। নিহত নুরু ওই গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে।

নিহতের স্বজনরা বলেন, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে বাড়ি থেকে স্থানীয় কুড়িপাড়া বাজারের উদ্দেশ্যে বের হন নুরু। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু রাতে বাড়ি ফেরেননি তিনি। ভোরে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সুজানগর থানা পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যা নাকি আÍহত্যা, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Sharing is caring!