স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সেমিতে ব্রাজিল

Daily Ajker Sylhet

admin

০৪ আগ ২০২৪, ০১:৫১ অপরাহ্ণ


স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:
কোনো রকমে অলিম্পিকের গ্রুপপর্ব পেরোনো ব্রাজিলের মেয়েরা এবার চমক দেখিয়েছেন কোয়ার্টার ফাইনালে এসে। স্বাগতিক ফ্রান্সের মেয়েদের ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। ফাইনালে ওঠার ম্যাচে যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন।

এদিন ম্যাচে প্রথম লিডটা পেতে পারত ফ্রান্সই। ম্যাচের ১৬ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় দলটি। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সাকিনা কারচাওয়ি। তার নেওয়া শট রুখে দিয়ে ব্রাজিলকে নিশ্চিত গোল হজম করা থেকে বাঁচান গোলরক্ষক লোরেনা। এরপর প্রথমার্ধে আর গোল না হলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে পাল্লা দিয়ে লড়াই করেছে দুদলই। তবে গোল পাচ্ছিল না কোনো দলই। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় ব্রাজিল। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে উদযাপনে মাতেন পোর্তিলহো। তার ওই গোলেই শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে সেমিতে পা রাখে ব্রাজিল।

এদিকে অপর কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে পা রেখেছে স্পেন। আগামী মঙ্গলবার মার্সেইতে ফাইনালে ওঠার ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-স্পেন।

Sharing is caring!