মিরপুরে প্রায় ১০ আন্দোলনকারী গুলিবিদ্ধ

Daily Ajker Sylhet

admin

০৪ আগ ২০২৪, ০১:৫৪ অপরাহ্ণ


মিরপুরে প্রায় ১০ আন্দোলনকারী গুলিবিদ্ধ

মিরপুর প্রতিনিধি:
একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। কর্মসূচি সফল করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে সংঘর্ষ শুরু হয় মিরপুর ১০ নম্বর এলাকায়।

এ সময় ১০ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ককটেল নিক্ষেপের কারণেও আহত হয়েছেন অনেকেই।

আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আওয়ামী লীগের সমাবেশ থেকে গুলি করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Sharing is caring!