২৪ ঘণ্টায় ট্রাম্পের তহবিলে ৪০ লাখ ডলার অনুদান

Daily Ajker Sylhet

admin

০২ এপ্রি ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ


২৪ ঘণ্টায় ট্রাম্পের তহবিলে ৪০ লাখ ডলার অনুদান

আর্ন্তজাতিক ডেস্ক:
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনি তহবিলে ৪০ লাখ মার্কিন ডলার চাঁদা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের গলায় চেপে বসা এ মামলার ঢোল অভিশাপের বদলে উলটো আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে রিপাবলিকান শিবিরে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফুলেফেঁপে উঠেছে ট্রাম্পের প্রচারণা তহবিল।

ট্রাম্পের প্রচারণা তহবিলের প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ।

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর প্রকাশের পর ট্রাম্পের প্রচারণা দল থেকে তহবিল দাতাদের কাছে মেইল পাঠানো হয়। এছাড়া ট্রাম্প নিজে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরম থেকেও অনুদানের জন্য আহ্বান জানান। এরপর ২৪ ঘণ্টার মধ্যে দাতারা ৪০ লাখ ডলার অনুদান পাঠান।

ট্রাম্পের প্রচারণা কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, তহবিল সংগ্রহের পাশাপাশি গত একদিনে ১৬ হাজার স্বেচ্ছাসেবকের স্বাক্ষরও সংগ্রহ করা হয়েছে।

ট্রাম্পের পক্ষ থেকে ওই ইমেইলে বলা হয়েছে, অরাজনৈতিক ব্যক্তি হিসাবে যখনই আমি প্রেসিডেন্ট প্রার্থী হতে কাজ শুরু করি, দুর্নীতিবাজ শাসকশ্রেণি ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলন থামিয়ে দিতে নানা রকম চেষ্টা চালায়।

এ ছাড়া ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘আপনি যদি খারাপ কাজ করেন, তাহলে প্রচারণা তহবিলে অনুদান পাঠাবেন না। আর যদি ভালো কাজ করেন, যা ট্রাম্প প্রশাসনের মহান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প ডটকমে অনুদান পাঠান।’

ট্রাম্পের প্রচারাভিযানের তথ্যমতে, দাতাদের ২৫ শতাংশের বেশি প্রথমবারের মতো ট্রাম্পকে অর্থ দিয়েছেন। এতে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ে আরও এগিয়ে গেলেন ট্রাম্প।

Sharing is caring!