তুরস্কের সংসদে তুলকালাম, দুই দলের হাতাহাতি

Daily Ajker Sylhet

admin

১৭ আগ ২০২৪, ০১:২০ অপরাহ্ণ


তুরস্কের সংসদে তুলকালাম, দুই দলের হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের জাতীয় সংসদে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এক কারাবন্দি নেতাকে নিয়ে বিতর্কের জেরে সংসদে হাতাহাতিতে জড়ায় সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।

মারামারির সেই ভিডিওতে দেখা গেছে, বিরোধী দলের ডেপুটি আহমেদ সিক কারাবন্দি এক নেতার পক্ষে কথা বলছিলেন। একই সঙ্গে ওই নেতাকে কারাগারে নেওয়ার জন্য ক্ষমতাসীন সরকারকে দোষী সাব্যস্ত করছিলেন। তবে বিষয়টি সহজে নিতে পারেননি ক্ষমতাসীন দল একেপি পার্টির সদস্যরা। ডায়াসে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময়ই ওই নেতাকে মারতে উদ্যত হন তারা।

এ পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরাও ছুটে আসলে দুই দলের সংসদ সদস্যদের মধ্যে তুমুল মারামারি বেধে যায়। এ সময় বেশ কয়েকজন রক্তাক্তও হয়েছেন। যেই রক্ত পড়ে সংসদ সদস্যদেরকেই মুছতে দেখা গেছে।

যাকে নিয়ে সংসদে এই তুলকালাম, সেই নেতার নাম আতালে। যিনি ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের জন্য ১৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে জড়িতদেরকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

অবশ্য পরে, কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে তুরস্কের ওয়ার্কার্স পার্টি থেকে জয় লাভ করেন তিনি। এরপর পার্লামেন্ট তার সদস্যপদ বাতিল করলেও আদালত তার সদস্যপদ বহাল রাখেন।

এদিন সিক একেপি আইনপ্রণেতাদের উদ্দেশ্য বলেন, আপনার আতালেকে সন্ত্রাসী বললে আমরা আশ্চর্য হই না। কারণ আপনাদের পাশে না থাকলে প্রত্যেককেই এ কথা বলেন। কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসী হলো তারা যারা এখানে বসে আছে। এরপর মূলত দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।

Sharing is caring!