বৈষম্যবিরোধী আন্দোলন : পুলিশের ৪৪ সদস্য নিহত, বেশিরভাগই কনস্টেবল-এসআই

Daily Ajker Sylhet

admin

১৮ আগ ২০২৪, ০৬:৩১ অপরাহ্ণ


বৈষম্যবিরোধী আন্দোলন : পুলিশের ৪৪ সদস্য নিহত, বেশিরভাগই কনস্টেবল-এসআই

স্টাফ রিপোর্টার:
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন কনস্টেবল, ১১ জন উপ-পরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ৩ জন পরিদর্শক, একজন অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) ও একজন নায়েক রয়েছেন।

রোববার (১৮ আগস্ট) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন নিহত হয়েছেন ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।

Sharing is caring!