জকিগঞ্জ থানার ওসি’র সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মত বিনিময়
১৮ আগ ২০২৪, ০৮:১১ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:
জকিগঞ্জ থানার ওসি’র সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবন্দরা বলেছেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে স্বৈরাচারী সরকার পালিয়ে গেলে দেশের মুক্তিকামী জনতা যখন আনন্দ উল্লাসে রাজপথে নেমে আসে, তখন একটি চিহ্নিত মহল সরকারী অফিস, স্থাপনা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটে মেতে উঠে। অগ্নি-সন্ত্রাস কোন রাজনৈতিক কালচার হতে পারেনা। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীরা দেশ-জাতীর শত্রু। দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবন্দ আজ রবিবার (১৮ আগষ্ট) দপুরের জকিগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো আব্দুল লতিফ তরফদার এর সাথে সৌজন্য সাক্ষাত কালে তরা উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন,আতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন খাঁন এবং সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক হাসান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খান আকাশ এবং ৯ নং মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদসহ বিভিন্ন নেতবৃন্দ প্রমুখ।