বিয়ানীবাজারের উপজেলা চেয়ারম্যান ও মেয়র অপসারণ

Daily Ajker Sylhet

admin

১৯ আগ ২০২৪, ০১:২৮ অপরাহ্ণ


বিয়ানীবাজারের উপজেলা চেয়ারম্যান ও মেয়র অপসারণ

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও পৌরসভার মেয়র ফারুকুল হককে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ-২০২৪ এর ৩২ ধারা প্রয়োগ করে মেয়রগণকে স্বপদ থেকে অপসারণ করা হয়। বিয়ানীবাজার পৌরসভার মেয়রের পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে অপসারণকৃত চেয়ারম্যানের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়।

বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও পৌরসভার মেয়র ফারুকুল হক দু’জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তবে তারা আওয়ামীলীগের নেতা।

Sharing is caring!