বিয়ানীবাজারে শেওলা সেতুতে টোল আদায় ফের শুরু
২১ আগ ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতুতে ফের টোল আদায় শুরু হয়েছে। বুধবার দুপুরের পর থেকে প্রশাসনের সহায়তায় টোল আদায় কার্যক্রম শুরু করে সওজ কর্তৃপক্ষ।
এ সময় সড়ক ও জনপথ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: শাহাদাত হোসেন, এসও মো: সাজ্জাদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর দু’দফা শেওলা সেতুর টোল আদায় বন্ধ করে দেন বিক্ষুব্দরা। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়।