আসামির তালিকায় সাবেক তিন মন্ত্রী, এক মেয়র, পাঁচ এমপি
২৫ আগ ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি ও হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনা এবং এর আগে বিভিন্ন সময়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগসহ সহিংস ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আরও ৯টি মামলা হয়েছে।
এসব মামলায় সাবেক তিন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাহাব উদ্দিন ও উবায়দুল মোকতাদির, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও পাঁচ এমপিসহ প্রায় ১৯০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চাচাতো ভাইও রয়েছেন।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা: নগরীর খালিশপুর থানার ৯নং এবং ১৫নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চাচাতো ভাইসহ খুলনার সাবেক এমপি ও মেয়র এবং সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলরসহ ২৭১ জনকে।
উল্লেখযোগ্য আসামিরা হলেন-শেখ হাসিনার চার চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু, সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-৩ আসনের সাবেক এমপি এসএম কামাল হোসেন, সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসির একাধিক ওয়ার্ড কাউন্সিলরসহ যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। শুক্রবার রাতে খালিশপুর থানায় মামলা দুটি করেন ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু।
মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনের নামোল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা হয়েছে। নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডে সংঘর্ষের সময় মাওলানা হুসাইন আহম্মেদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। হুসাইন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র ও আখাউড়া উপজেলার মনিয়ন্দের বাসিন্দা ছিলেন। মামলায় অজ্ঞাতনামা আরও দু-তিনশ লোককে আসামি করা হয়।
বাউফল (পটুয়াখালী): জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলসহ ৩৭ জনের নামোল্লেখ করে মামলা হয়েছে। শনিবার বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে ২০২২ সালের ১০ জুন ভাঙচুর ও হামলার ঘটনায় বাউফল থানায় মামলাটি করেন। মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তাহিরপুর (সুনামগঞ্জ): ৪ আগস্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ৪০ জনের নামোল্লোখ করে ২৫০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে ওই উপজেলার সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারকে। বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর থানা ছাত্র আন্দোলনের সংগঠক মোস্তাকিম হাসান শিপু বাদী হয়ে মামলাটি করেন।
ব্রাহ্মণবাড়িয়া: ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে থানায় মামলাটি করেন। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে মামলাটি করেন।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এই মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী ও স্থানীয় এমপি শাহাব উদ্দিনকে।
বগুড়া: বগুড়ার সোনাতলায় সাবেক এমপি সাহাদারা মান্নান ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আকতার রুনাসহ ৮৩ জনের নাম উল্লেখ করে ১১৩ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা হয়েছে। সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে শামীনুর ইসলাম শামীম শুক্রবার সোনাতলা থানায় এ মামলা করেন। এ নিয়ে সাবেক সংসদ-সদস্য সাহাদারা মান্নানের বিরুদ্ধে থানায় হত্যাসহ দুটি মামলা হলো।
কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) : সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং অ্যাড. আজমত উল্লাহ খানসহ আওয়ামী লীগের ৫৬ জনের নামে কাশিমপুর থানায় একটি মামলা করা হয়েছে। গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার অভিযোগে সোহেল রানা নামে একজন মামলাটি করেন। ওই হামলায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।