নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ, যা বললেন মির্জা ফখরুল

Daily Ajker Sylhet

admin

২৮ আগ ২০২৪, ০২:০৯ অপরাহ্ণ


নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ, যা বললেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
হাসিনা সরকারের পতনের পর সারাদেশেই লুটপাট হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় বিভিন্ন মাধ্যমে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অভিযোগ করেন। অভিযোগের এ বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয়। এমন কাজে কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন,ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বিদেশ থেকে থেকে প্রচারণা চালানো হচ্ছে। ঢালাওভাবে মামলা দিলে বিপ্লব সুসংহত হবে না। মামলা করার আগে যাচাই করতে দলের কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এক এগারোর মতোই বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার করা হচ্ছে বলে জানান দলটির মহাসচিব।এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

Sharing is caring!