সিলেটে এখনও উদ্ধার হয়নি পুলিশের ২১টি অস্ত্র
৩১ আগ ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলার সময় লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার হয়নি। ফলে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনচলাকালে সিলেট মহানগরীর ৬টি থানায় ১০১টি বিভিন্ন ধরনের অস্ত্র মিসিং ছিল। এরমধ্যে ৮০ টি অস্ত্র উদ্ধার হয়েছে। ২১ টি এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারে সরকার ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় অস্ত্র জমা দানের জন্য নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, উদ্ধার হওয়া ৮০ অস্ত্রের মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শটগান রয়েছে।