সিলেটে প্রথমবার হচ্ছে ‘স্বাস্থ্যশুমারি’

Daily Ajker Sylhet

admin

০৪ সেপ্টে ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ণ


সিলেটে প্রথমবার হচ্ছে ‘স্বাস্থ্যশুমারি’

স্টাফ রিপোর্টার:
সিলেটে বসয় ভিত্তিক স্বাস্থ্য কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য স্মার্ট রেজিস্টার্ড ফ্লাটফর্ম (এসআরপি) কর্মসূচি বাস্তবায়ন করছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক)।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরে নির্দেশনায় সিলেটে প্রথমবারের মতো হচ্ছে এই ‘স্বাস্থ্যশুমারি’। এর মাধ্যমে নাগরিকদের বসয়, ঠিকানাসহ প্রাথমিক তথ্য নিয়ে আসা হবে এক প্ল্যাটফর্মে। এতে করে নাগরিক স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান বলেন, ইউনিসেফের অর্থায়নে সরকারের এই পাইলট প্রকল্পটি সিলেট সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করছে। আমাদের স্বাস্থ্য কর্মীরা ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে এই শুমারি করছে। তারা নাগরিকদের বয়স, গ্রাম-ঠিকানা ও স্থায়ী-অস্থায়ী বসবাসসহ ইত্যাদি তথ্যাদি সংগ্রহ করছেন। পরবর্তীতে সরকার এই তথ্যগুলো অ্যাপের মাধ্যমে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে।

তিনি জানান, ইতোমধ্যে সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডে এই শুমারি সম্পন্ন করা হয়েছে। আমরা আশাকরি খুব দ্রুত এই কাজ শেষ করতে পারবো।

Sharing is caring!