সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা

Daily Ajker Sylhet

admin

০৫ সেপ্টে ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ণ


সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা

স্টাফ রিপোর্টার:
সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি নাশকতা ও বিস্ফোরক মামলা হয়েছে। এতে হাসিনাসহ ১৩৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকেও আসামি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেছেন কাজীটুলা উচাসড়ক এলাকারা বাসীন্দা, বাবুল মিয়ার ছেলে মো. সুহেল আহমদ।

অভিযোগটি আমলে নিয়েছেন আদালত।
অভিযোগে উল্লখ্য করা হয়, ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় কাজীটুলা এলাকায় পুলিশ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়।

এর আগেও সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।

Sharing is caring!