সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্র উদ্ধার

Daily Ajker Sylhet

admin

০৫ সেপ্টে ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ণ


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে দা, চাকু, রদ, স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি হলের রুম থেকে ২৫-৩০টি হেলমেট, ২০০ টির বেশি রট, ১২০ টির মত রামদা, ১৫০ টি মদের বোতল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক জানান, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

Sharing is caring!