তাহিরপুরে এক নববধূর আত্মহত্যা

Daily Ajker Sylhet

admin

০৭ সেপ্টে ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ


তাহিরপুরে এক নববধূর আত্মহত্যা

তাহিরপুর সংবাদদাতা:
বিয়ের তিন মাস অতিবাহিত হওয়ার পর হেলেনা আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত হেলেনা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্তগ্রাম জঙ্গলবাড়ির নুরুল ইসলামের ছেলে ইসমাঈল হোসের স্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নববধূর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে নিহত হেলেনার পিতা উপজেলার হেলেনার চারাগাঁও সীমান্তগ্রাম বাঁশতলার বাসিন্দা মুর্শিদ মিয়া স্বামীর বাড়িতে তার মেয়ের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার দুপুরে স্বামীর বাড়ি জঙ্গলবাড়িতে পরিবারের সবার সঙ্গে দুপুরের খাবার খেয়ে বসতবাড়ির শয়ন কক্ষে চলে যায় হেলেনা। স্বামী ইসমাঈল হোসেনও চলে যান বাড়ির বাহিরে।

পরিবারের সবার অগোচরে দুপুরে কোন এক সময়ের পর স্বামীর বাড়িতে থাকা শয়নকক্ষের আড়ার সঙ্গে (ধরনা) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হেলেনা।

Sharing is caring!