জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযান, পালালো অপরাধীরা, ফেলে গেল টাকা ও মদ

Daily Ajker Sylhet

admin

১৫ সেপ্টে ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ণ


জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযান, পালালো অপরাধীরা, ফেলে গেল টাকা ও মদ

জৈন্তাপুর সংবাদদাতা:
জৈন্তাপুরে যৌথবাহিনীর অ ভি যা ন, পালালো অ প রা ধী রা, ফেলে গেল টাকা ও ম দ সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও মদ উদ্ধার করেছে যৌথ বাহিনী ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গেইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর জৈন্তাপুর ক্যাম্পের ক্যাপ্টেন সেকেন্ড লেফট্যানেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মোকামপুঞ্জি চা-বাগান এলাকায় মাদকের আসরে অভিযান চালায়।

অভিযানকালে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা ও ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।

Sharing is caring!