বাপ-বেটার হ্যাটট্রিক, অনন্য কীর্তি রোনাল্ডোর

Daily Ajker Sylhet

admin

২১ সেপ্টে ২০২৪, ০১:১১ অপরাহ্ণ


বাপ-বেটার হ্যাটট্রিক, অনন্য কীর্তি রোনাল্ডোর

স্পোর্টস ডেস্ক :
মৌসুমটা দারুণ কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এরই মধ্যে চলতি মৌসুমে ৮ ম্যাচে করেছেন ৭ গোল। সঙ্গে দুটি গোলে সহায়তাও আছে পর্তুগিজ সুপারস্টারের। সবশেষ ম্যাচেও আল নাসরের হয়ে গোল করেছেন সিআর সেভেন।

এতো গেল রোনাল্ডো কীর্তির কথা। তার পুত্র জুনিয়র ক্রিস্টিয়ানোও কম যান না। একই দিনে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে জোড়া গোল করেছেন তিনি। আর তাতেই বাপ-বেটার হ্যাটট্রিক পূরণ হয়েছে।

আল নাসর কোচ স্টেফানো পিওলির অভিষেক ম্যাচে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন রোনাল্ডো। আর সেই গোলের পর উদযাপনের সময় গ্যালারিতে আসা ছেলে ক্রিস্টিয়ানোকে উদ্দেশ করে তিন আঙুল দেখান রোনাল্ডো। তাতেই স্পষ্ট হয় বাপ-বেটার যৌথ হ্যাটট্রিকের বিষয়টি। বাবার এমন কাণ্ডে গ্যালারিতে আসা ছেলেকেও দেখা গেছে হাসতে।

রোনাল্ডোর এমন দিনে আল ইত্তিফাকের মাঠে ৩–০ গোলের জয় পেয়েছে আল নাসর। দলের হয়ে অপর দুটি গোল করেন সালেম–আল নাজদি ও তালিসকা। এ গোলের পর রোনাল্ডোর বর্তমান গোল সংখ্যা এখন ৯০২টি। গোলের হাজার পূরণ করতে আরও ৯৮ গোল চায় রোনাল্ডোর।

Sharing is caring!