র‍্যাবের জালে ইয়াবাসহ মাদক কারবারি

Daily Ajker Sylhet

admin

২১ সেপ্টে ২০২৪, ০৬:০৫ অপরাহ্ণ


র‍্যাবের জালে ইয়াবাসহ মাদক কারবারি

স্টাফ রিপোর্টার:
র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ মোঃ আসাদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসাদুল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের মোঃ ফেরদৌস মিয়ার ছেলে।

গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া উইং জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১০০ পিস ইয়াবাসহ আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!