সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন

Daily Ajker Sylhet

admin

২৪ সেপ্টে ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ণ


সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরকে যানজটমুক্ত এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে অভিযান শুরু করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগ জানিয়েছে সড়কে শৃঙ্খলা ফিরাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকাল থেকে মহানগরের বন্দরবাজার আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর ও চন্ডিপুল এলাকায় একযোগে অভিযান শুরু করা হয়।

এ সময় ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইন এবং সড়ক পরিবহন আইনে মামলা এবং রেকারিং করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, মহানগরের বিভিন্ন জায়গায় অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, টমটম যত্রতত্র পার্কিও করে রাখছে। অনেক সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যা ফলে নগরবাসীর ভোগান্তি হচ্ছে। মহানগরকে যানজটমুক্ত করতে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে আমরা এসব অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা চলমান থাকবে। মহানগরের ২৪টি পয়েন্টে আমরা আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যাবো।

Sharing is caring!