গোলাপগঞ্জে বৃদ্ধ খুন, ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

২৯ সেপ্টে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ণ


গোলাপগঞ্জে বৃদ্ধ খুন, ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে ছেলের হাতে বৃদ্ধ পিতা কামরান আহমদ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার নিহতের ছেলে পারভেজ আহমেদ সাজু বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ঘাতক নিহতের পুত্র রাজু আহমেদ (৩২) ও তার পুত্রবধূ আকলিমা বেগম (৩০) কে আসামী করা হয়েছে। এদিকে ঘটনার পর আটকৃত ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার দেখিয়ে শনিবার পুলিশ আদালতে প্রেরণ করেছে।

জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে ছেলে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে পিটিয়ে আহত করে। তাৎক্ষণিহক তার পিতা কামরান মিয়া ও বোনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শনিবার থানায় মামলা করেছেন নিহতের ওপর ছেলে। (মামলা নং ২২/২৪)। এদিকে লাশের ময়নাতদন্তের পর শনিবার শ্বরসতি এলাকায় একটি গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

শনিবার মামলা দাশেরের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মতেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ আন্দুন নাসের।

Sharing is caring!