টাকা আত্মসাৎতের অভিযোগ: উত্তর বিয়ানীবাজার শাখার আহবায়ক কমিটি গঠন

Daily Ajker Sylhet

admin

০১ অক্টো ২০২৪, ০১:১৬ অপরাহ্ণ


টাকা আত্মসাৎতের অভিযোগ:  উত্তর বিয়ানীবাজার শাখার আহবায়ক কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলা অঠো টেম্পু/অটোরিক্স চালক শ্রমিক জোট ২০৯৭ উত্তর বিয়ানীবাজার শাখার টাকা আত্মসাৎতের অভিযোগে আহবায়ক কমিটি গঠন ২০২৪ইং, আহবায়ক, হুমায়ুন কবির আকিল, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জেবুল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত, সদস্য সচিব রাসেল আহমদ, যুগ্ম সচিব কয়েছ আহমদ, নির্বাহী সদস্য আব্দুল বাছিত, নির্বাহী সদস্য রমিজ উদ্দিন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, নির্বাহী সদস্য আলতাফ হোসেন, সদস্য জসিম উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য সরফ উদ্দিন, সদস্য রুবেল আহমদ, সদস্য আমিনুল ইসলাম, সদস্য সুফিয়ান আহমদ, সদস্য আনোয়ার হোসেন, সদস্য জয়নাল আহমদ, সদস্য খয়রুল ইসলাম, সদস্য রাজু, সদস্য জুমন আহমদ।
উত্তর বিয়ানীবাজার শাখা সিলেট জেলা কমিটির বরাবরে ২০১৬ সাল হইতে ২০২৪ সাল পর্যন্ত সংগঠনের টাকা আত্মসাৎতের অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে সিলেট জেলা কমিটির কাছে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে বিগত কমিটি গুলো নেতৃত্ব দানকারি আলম, নুনু মিয়া, ফয়েজ আহমদ হরুফ, হাসান, শাজহান, সুলতান গং কমিটির নেতৃবৃন্দ। দরখাস্তে উল্লেখ করা হয়েছে বিগত ৯ বৎসরে সংগঠনের হিসাব অনুপাতে প্রতিদিন স্ট্যান্ডে রটেশনের টাকা অনুমান ৫ হাজার টাকার উর্ধে। সংগঠনের হিসাব অনুপাতে বেতন ভাতা এবং বিভিন্ন খরচ য়াদিন পরও দৈনিক ৩ হাজার টাকা আয় হয়। এতে মাসে ৯০ হাজার টাকা, সঞ্চয়ী হিসাবে জমা থাকার কথার থাকলেও নেতৃস্থায়ী লোক জন তা জমা রাখেন নাই। এতে ৯ বৎসরে খসড়া হিসাব অনুপাতে ৯ কোটি ৭২ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগে জেলায় কমিটিতে অভিযোগ দাখিল করা হইয়াছে।

 

Sharing is caring!