সিলেটে আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

০৮ অক্টো ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ


সিলেটে আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মীর আবদুল্লাহ (৩৭) কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কানাইঘাট উপজেলঅর বড়চতুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে কানাইঘাট থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মশিহুর রহমান সোহেল।

মীর আবদুল্লাহকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!