রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন ও সিলেটে মাশরাফি

Daily Ajker Sylhet

admin

১৪ অক্টো ২০২৪, ০১:৩০ অপরাহ্ণ


রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন ও সিলেটে মাশরাফি

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফট শুরু হয়েছে। সোমবার রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এই অনুষ্ঠান শুরু হয়।

প্লেয়ার্স ড্রাফটের প্রথম ধাপে লিটন দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। প্রথম ডাকে নাহিদ রানাকে নিয়েছে রংপুর রাইডার্স। দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাও ছিলেন ড্রাফটে। তাদের দুজনকেই দলে নিয়েছে পুরোনো ফ্র্যাঞ্চাইজি। মাহমুদউল্লাহর ঠিকানা ফরচুন বরিশাল, মাশরাফির জন্য সিলেট স্ট্রাইকার্স।

দ্বিতীয় রাউন্ডে পেছন থেকে ক্রমানুসারে ডাক পাওয়ার সুযোগ পায়। ফরচুন বরিশাল তানভীর ইসলামকে, সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মুর্তজাকে, রংপুর রাইডার্স সাইফ হাসানকে, খুলনা টাইগার্স নাঈম শেখকে, চিটাগং কিংস পারভেজ হোসেন ইমনকে, ঢাকা ক্যাপিটালস হাবিবুর রহমান সোহান ও দুর্বার রাজশাহী জিসান আলমকে দলে নেয়।

এখন পর্যন্ত কোন দল কাকে নিলো-
দুর্বার রাজশাহী- তাসকিন আহমেদ, জিসান আলম
ঢাকা ক্যাপিটালস- লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান
চিটাগাং কিংস- শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন
খুলনা টাইগার্স- হাসান মাহমুদ, নাঈম শেখ
রংপুর রাইডার্স- নাহিদ রানা, সাইফ হাসান
সিলেট স্ট্রাইকার্স- রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা
ফরচুন বরিশাল- মাহমুদউল্লাহ রিয়াদ,তানভীর ইসলাম।

Sharing is caring!