যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

Daily Ajker Sylhet

admin

২১ অক্টো ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ণ


যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেট সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানার রাধানগর পয়েন্ট বাজার থেকে ৭টি বিস্ফোরক রুল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় কাউকে আটক করা হয়নি।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সোমবার দুপুরে সুনমাগঞ্জ সদর থানার ২ নং গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি বিস্ফোরক রুল (NEOGEL 90) SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2) 125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502 (MS.INDIA) উদ্ধার করে।

পরে এসব বিস্ফোরক দ্রব্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

Sharing is caring!