কানাডা তিন বছরে বৈধতা দেবে সাড়ে ১১ লাখ অভিবাসীকে
০২ নভে ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
নিউজ ডেস্ক:
অভিবাসীদের আশ্রয় এবং কাজের সুযোগ দেওয়ার জন্য সুখ্যাতি পাওয়া কানাডায় আগমী তিন বছরে প্রায় সাড়ে ১১ লাখ বাসিন্দাকে স্থায়ী বাসিন্দার সনদ (পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস) দিবে দেশটি। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, আগামী বছর দেশটি সবমিলিয়ে ৩ লাখ ৯৫ হাজার জনকে স্থায়ী বাসিন্দার সনদ (পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস) দেবে। ২০২৬ সালে এই সংখ্যা দাঁড়াবে ৩ লাখ ৮০ হাজারে। আর ২০২৭ সালে মাত্র ৩ লাখ ৬৫ হাজার জনকে দেওয়া হবে স্থায়ী বাসিন্দার সনদ।
এরআগে চলতি বছর ৪ লাখ ৮৫ হাজার জনকে স্থায়ী বাসিন্দার সনদ দেওয়ার ঘোষণা দিয়েছিল কানাডা। সবমিলিয়ে যা মোট ১১ লাখ ৪০ হাজার।
ইউরোপ-আমেরিকার পাশাপাশি সাম্প্রতিক সময়ে কানাডায় যাওয়ার হিড়িক পড়ে সিলেটের মানুষদের।
দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপের স্বপ্ন সিলেটিদেরই বেশি। গত এক বছরে অন্তত কয়েক হাজার সিলেটী পাড়ি জমিয়েছেন দেশটিতে। বর্তমানে কানাডা সরকারের এই বৈধতা দেওয়ার ঘোষনায় আশায় বুক বাঁধছেন তারা।