র্যাব আটক করলো তিনজনকে
২০ নভে ২০২৪, ০৫:১৪ অপরাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ও রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এ তিনজনকে আটক করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট থানাধীন চন্দনা ধলাইপাড় এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. কাজল (৪৫) নামের একজনকে আটক করে। তিনি চন্দনা ধলাইপাড় এলাকার মৃত জহুর হোসেনের ছেলে।
অপরদিকে শায়েস্তাগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আভিযানিক দল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মাধবপুর বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে । তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দিতপুর গ্রামের ইমরান শাহ’র ছেলে শাহিন (২২) ও ফেনী জেলার পশুরাম থানার মহেশপুরষ্করনী মো. হাছানের ছেলে ওমর ফারুক (২১)।
পরে পৃথক মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং সেই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।