বড়লেখায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
১৮ ডিসে ২০২৪, ০৩:১১ অপরাহ্ণ
বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর কাজী হুমায়ুন কবীর, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল রব প্রমুখ। এসময় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।