সিলেট ট্রেনের শিডিউল বিপর্যয়, বিপাকে যাত্রীরা

Daily Ajker Sylhet

admin

২৫ ডিসে ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ


সিলেট ট্রেনের শিডিউল বিপর্যয়, বিপাকে যাত্রীরা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-চট্রগ্রাম আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয়ে ট্রেনযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়লে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় এ বিপর্যয় ঘটে। তবে দ্রতই এই সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে রেল বিভাগ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

সিলেটে অতিরিক্ত কোন ইঞ্জিন না থাকায় আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেন চলাচল শুরু করা হয়। এ সময় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে এই রুটে ট্রেন চলাচল। মূলত এর পর থেকেই শুরু হয় শিডিউল বিপর্যয়।

বৃহস্পতিবারের পর থেকে সিলেট-চট্রগ্রাম রুটে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ১০টার বলদে ছেড়ে যাচ্ছে বেলা ২টা ২০ মিনিটে। আর চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ১০টার বলদে ছেড়ে যাচ্ছে বেলা ২টা ২০ মিনিটে।

এ বিষয়ে সিলেট রেল স্টেশন ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে সিলেট-চট্রগ্রাম রুটে শিডিউল বিপর্যয় চলছে। বিকল ইঞ্জিন মেরামতের জন্য দেওয়া হয়েছে। আগামী বুধবার সেটি পুনরায় কাজে লাগানো যাবে। বুধবার সিলেট-চট্রগ্রাম রুটে কোন ট্রেন না থাকায় বৃহস্পতিবার থেকে আগের শিডিউলে আবারও ট্রেন চলাচল করবে।

Sharing is caring!