আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
১১ জানু ২০২৫, ০১:০২ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া (৬) ও মুনতাহা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শরিফুল কামালপুর গ্রামের আরশ আলীর পুত্র এবং মুনতাহা আরশ আলীর প্রতিবেশী লোকসাম মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , শিশু শরিফুল ও মুনতাহা শুক্রবার সকাল এগারোটার দিকে বাড়ির প্বার্শবর্তী পুকুরপাড়ের কাছে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় তারা। বেশ কিছুক্ষণ পর পুকুরের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন তাদের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জোবাইর আহমেদ জাবেদ বলেন, শরিফুল ও মুনতাহ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পানিতে ডুবে যায়। তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। শিশুদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছেন।