মেঘালয় থেকে আসা ফের ১৮ লাখ টাকার ফুচকার চালান জব্দ
১২ জানু ২০২৫, ০২:৫৪ অপরাহ্ণ
তাহিরপুর সংবাদদাতা:
ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা আবার ১৮ লাখ টাকার ফুচকার চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিজিবি সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে ৮ হাজার ১০০ কেজি ফুচকা নিয়ে আসে এপারের চোরাকারবারি চক্র।
শনিবার দুপুরের দিকে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির জেসিও সুবেদার মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবি টহলদল উওর মোকসেদপুর সীমান্ত গ্রাম এলাকা থেকে একাধিক বস্তা ভর্তি ওই ফুচকার চালানটি জব্দ করে।