পিতার হাতে শিশুপুত্র খুন
১৭ এপ্রি ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটের শহরতলীতে এক শিশুপুত্রকে কুপিয়ে খুন করেছে পাষন্ড বাবা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় সিলেট বিমানবন্দর থানাধীন বাউরকান্দি গ্রামে মো. রাব্বি (৪) নামের এক শিশুকে কুপিয়ে খুন করেছে তার পাষন্ড বাবা রতন মিয়া।
বিষটি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন।
পরিবারের বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, সকালে রতন মিয়া ছেলেকে বাড়ির পুকুরে নিয়ে গোসল করান। এরপর খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর হঠাৎ দা দিয়ে কুপিয়ে চারবছর বয়সী শিশুটিকে খুন করেন। হঠাৎ কেন শিশুসন্তানকে খুন করলেন এ ব্যাপারে রতন মিয়া পরিস্কার করে কিছু বলছেন না বলে জানান ওসি।