Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের ‘কন্যা সন্তান হওয়ায়’ শ্বাসরোধ হত্যা, মা গ্রেপ্তার

admin

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ০৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ০৭:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
ফের ‘কন্যা সন্তান হওয়ায়’ শ্বাসরোধ হত্যা, মা গ্রেপ্তার

Manual5 Ad Code

বরিশাল প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় সন্তানও কন্যা হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির বাবার করা মামলায় ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ার ও রুমা খানম দম্পতির চার ও দেড় বছরের দুটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার ভোরে রুমা তৃতীয় কন্যা সন্তানের জম্ম দেন। জন্মের পর ধাত্রী শিশুটিকে সুস্থ অবস্থায় রেখে গেলেও সকালে এক প্রতিবেশী নবজাতককে দেখতে গিয়ে মৃত অবস্থায় পান।

Manual1 Ad Code

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সন্দেহ হওয়ায় তিনি শিশুটির মা রুমাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায় রুমা স্বীকার করেন, নবজাতককে তিনিই হত্যা করেছেন। এর কারণ হিসেবে তিনি জানান, তার আগে দুটি মেয়ে রয়েছে। সদ্যভূমিষ্ট সন্তানও মেয়ে হওয়ায় ক্ষোভে-দুঃখে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেছেন।

পুলিশ কর্মকর্তা মাজহারুল আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা মিলন স্ত্রীকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন। এ মামলায় রুমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

শেয়ার করুন