Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পাঁচ ভাই, পানসীকে লাখ টাকা জরিমানা

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫ | ০১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ | ০১:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পাঁচ ভাই, পানসীকে লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর জনপ্রিয় রেস্টুরেন্ট পাঁচ ভাই ও পানসীকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেততৃত্বে এই অভিযান চালানো হয়।

Manual2 Ad Code

দুটি রেস্টুরেন্টের মধ্যে নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অভিযোগে এবং পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অভিযোগে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে আদায় করা হয় ১ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের।

Manual3 Ad Code

জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে। কোথাও ভোক্তা অধিকার ক্ষুন্ন, গ্রাহক হয়রানি-জুলুমের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানানোর অনুরোধ জানান তিনি।

Manual3 Ad Code

Sharing is caring!

শেয়ার করুন