Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে আজও অর্ধকোটি টাকা মালামাল জব্দ

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ০২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ | ০২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে আজও অর্ধকোটি টাকা মালামাল জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষ, চিনি ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এই দুই সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

Manual7 Ad Code

বিজিবি জানায়, বৃহস্পতিবার জৈন্তাপুর সীমান্তের শূন্য লাইন হতে ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়। এছাড়া আরেকটি অভিযানে ভারতীয় ১২টি মহিষ আটক করা হয়।

Manual6 Ad Code

এদিকে কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৩ বোতল মদ এবং ভারতীয় ১ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করা হয়।

Manual4 Ad Code

জব্দ করা এসব মালামালালের আনুমানিক বাজরমূল্য ৫০ লাখ ২৪ হাজার ৫০০ বলে জানায় বিজিবি।
এ বিষয়ে ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন