গোলাপগঞ্জে শ্রেষ্ট কলেজ অধ্যক্ষ রেজাউল আমীন
১৭ মে ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
রেজাউল আমীন গোলাপগঞ্জের শ্রেষ্ট কলেজ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর শ্রেষ্ট শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ট শিক্ষার্থীর নাম ঘোষিত হলে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক রেজাউল আমীনকে শ্রেষ্ট অধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীনকে শুধু শ্রেষ্ট অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়নি, একই সঙ্গে তার প্রতিষ্ঠান ও শ্রেষ্ট কলেজের মর্যাদা লাভ করেছে।
গোলাপগঞ্জের অত্যান্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সোস্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।