Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুই

admin

প্রকাশ: ১৭ মে ২০২৩ | ০৪:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৩ | ০৪:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুই

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় ঘটনাস্থালে দুজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো এক জন।

Manual8 Ad Code

বুধবার (১৭ মে) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাটাগং নামকস্থানে জৈন্তাপুর অভিমুখে মুখে আসা ৫টি গরু বোঝাই এইচপিকআপ গাড়ীর সাথে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন এবং অপর একজন গুরুত্বর আহত হন।

Manual5 Ad Code

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)।

Manual6 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল জানান, আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন এবং লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন