Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শরীর প্রদর্শনের ঘটনায় কঙ্গনার ক্ষোভ

admin

প্রকাশ: ২৭ মে ২০২৩ | ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ মে ২০২৩ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
শরীর প্রদর্শনের ঘটনায় কঙ্গনার ক্ষোভ

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউত। যে কোনো ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলে খবরের শিরোনাম হন এ অভিনেত্রী। এতে প্রচণ্ড সমালোচনায় পড়তে হয় তাকে। শুধু তাই নয়, আইনি ঝামেলায়ও পড়তে হয়েছে। তবে তিনি সমালোচনা করা থেকে বিরত হননি। তার পছন্দের বাইরে গেলেই তিনি ক্ষোভ ঝাড়েন । এবার এক তরুণীর ওপর ক্ষোভ ঝাড়লেন এ অভিনেত্রী।

শর্টস পরে মন্দিরে যাওয়া এক তরুণীর সমালোচনা করেছেন কঙ্গনা। ক্রপ টপ ও শর্টস পরে হিমাচলের বৈদনাথ মন্দিরে পৌঁছেছিলেন ওই তরুণী। পাশে দাঁড়ানো অপর এক তরুণীর পরনে জিনস আর গায়ে শাল জড়ানো।

Manual8 Ad Code

সেই ছবি শেয়ার করে এক ব্যক্তি লেখেন— ‘এটা হিমাচলের বিখ্যাত শিবমন্দির বৈজনাথের দৃশ্য। বৈজনাথ মন্দিরে পৌঁছেছেন নাকি কোনো পাব বা নাইটক্লাবে গেছেন? তা বোঝা দায়। এ ধরনের লোকজনকে কোনোভাবেই মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আমি এর তীব্র বিরোধিতা জানাচ্ছি। এসব দেখে আমার ভাবনাকে যদি ছোট বা সেকেলে বলা হয়, তাও আমি মেনে নিতে রাজি’।

সেই টুইটের সঙ্গে সহমত পোষণ করে কঙ্গনা লেখেন— ‘এগুলো পশ্চিমের পোশাক, যা ব্রিটিশরা তৈরি করেছে। একবার আমি ভ্যাটিকানে শর্টস, টি-শার্ট পরে গিয়েছিলাম। আমাকে পোশাক বদলাতে হোটেলে ফিরতে হয়েছিল। রাতের পোশাক পরে এভাবে মন্দিরে এসেছে যে ভাঁড়গুলো, তারা আদতে অলস আর খোঁড়া। আমি মনে করি এ বোকাদের জন্য কঠোর নিয়ম থাকা উচিত।’

হিমাচলের মেয়ে কঙ্গনা। সেই রাজ্যের মন্দিরের এমন ঘটনা দেখে স্তম্ভিত তিনি। প্রতিবাদের সুর চড়ানোয় অনেকেই পাল্টা আক্রমণ করেন কঙ্গনাকে। নেটিজেনদের অনেকেই খোলামেলা পোশাকে কঙ্গনার ছবি শেয়ার করতে থাকেন পোস্টের কমেন্ট বক্সে।

Manual6 Ad Code

সময় পেলেই মন্দির দর্শনে বেরিয়ে পড়েন কঙ্গনা। মানালির এই কন্যা মাঝেমধ্যেই নিজের পূজা-অর্চনার ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন। সম্প্রতি হরিদ্বারে হাজির হয়েছিলেন তিনি। গঙ্গার তীরে বসে মিষ্টি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

Manual2 Ad Code

আপাতত ‘চন্দ্রমুখী ২’ নিয়ে ব্যস্ত কঙ্গনা। পি ভাসুর এই ছবি তামিল হরর কমেডি ‘চন্দ্রমুখী’র সিকুয়েল। যে ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত ও জ্য়োতিকা। চন্দ্রমুখী-তে রাজসভার দক্ষ নৃত্যশিল্পী হিসাবে দেখা যাবে কঙ্গনাকে। এ ছাড়া তার হাতে রয়েছে ‘তেজাস’।

Manual4 Ad Code

ইতোমধ্যে নিজের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের ব্যানারে তৈরি ‘ইর্মাজেন্সি’র শুটিং শেষ করেছেন কঙ্গনা। এই পিরিয়ড ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। এ ছবির পরিচালকের আসনেও রয়েছেন কঙ্গনা। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন ও শ্রেয়াস তালপাড়ে।

 

শেয়ার করুন