বিয়ানীবাজারের সীমান্তে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ
২৮ মে ২০২৩, ০৮:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়া গ্রাম সীমান্ত এলাকার চাতল পাড় থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, লাশের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত এই ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটি কোন ভারতীয় ব্যক্তির না-কি বাংলাদেশের কারো তা নিশ্চিত করে বলতে পারছেনা কেউ।
মুড়িয়া ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ দেখতে যাই। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক প্রদ্যুৎ রায় বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে পরিচয় জানা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে পাঠানোর জন্য প্রেরণ করা হচ্ছে।