সিলেটে ছাত্রীকে প্রধান শিক্ষকের ‌‘যৌন হয়রানি’, উত্তেজনা

Daily Ajker Sylhet

admin

০৭ জুন ২০২৩, ০৪:০১ অপরাহ্ণ


সিলেটে ছাত্রীকে প্রধান শিক্ষকের ‌‘যৌন হয়রানি’, উত্তেজনা

স্টাফ রিপোর্টার:
সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তজনো বিরাজ করছে। এঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (৬ জুন) দুপুরে নগররের টুলটিকর-কুশিঘাট এলাকায় হাজি মো. শফিক হাইস্কুলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, হাজি মো. শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসিবের বিরুদ্ধে এক শিক্ষার্থী শ্লীলতাহানীর অভিযোগ তুলেন। বিষয়টি জানাজানি হলে পরিবার ও এলাকাবাসী প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

ঐ স্কুলের এক শিক্ষক জানান, বর্তমানে প্রধান শিক্ষক আব্দুল হাসিবকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!