আলিয়া মাদরাসার পাশের ফুটপাতে লাশ

Daily Ajker Sylhet

admin

০৮ জুন ২০২৩, ০৫:৫০ অপরাহ্ণ


আলিয়া মাদরাসার পাশের ফুটপাতে লাশ

স্টাফ রিপোর্টার:
সিলেট আলিয়া মাদরাসা সংলগ্ন ফুটপাত থেকে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন গ্রামের হবিউল্লাহ’র ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল মাজার ফাড়ির ইনচার্জ এস.আই কাজী জামাল।

তিনি জানান, আব্দুল্লাহ নামের ওই শারীরিক প্রতিবন্ধী যুবক হাড্ডিসার। মনে হচ্ছে তিনি অপুষ্টিজনিত রোগে ভোগছিলেন। স্থানীয়রা ফুটপাতে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে আমরা এসে লাশ উদ্ধার করি। লাশ উদ্ধারের পর মো. লোকমান হেকিম নামক এক রিকশাচালক আব্দুল্লাহকে শনাক্ত করেন।

এস.আই কাজী জামাল বলেন- লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের স্বজনদের খোঁজে বের করে লাশ হস্তান্তর করা হবে।

Sharing is caring!