Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত ইমরান আহমদ মৃত্যু

admin

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত ইমরান আহমদ মৃত্যু

Manual3 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবগাত (২ আগস্ট) রাত পৌনে ২টার দিকে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

নিহত ইমরান আহমদ (২৫) উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলাগ্রামে প্রয়াত জালাল উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে, মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে এবং পরে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে ইমরানের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

Manual8 Ad Code

শেয়ার করুন