Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় সাইফুর হত্যা মামলায় গ্রেপ্তার আরেক আসামি রিমান্ডে

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১১:১৫ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় সাইফুর হত্যা মামলায় গ্রেপ্তার আরেক আসামি রিমান্ডে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখায় সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সাইফুর রহমান (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জলিল উদ্দিনকে তিন বছর পর অবশেষে গ্রেপ্তার করেছে পিবিআই। গত বুধবার (০২ আগস্ট) ভোরে বিয়ানীবাজারের উত্তর আখা খাজনা এলাকা থেকে জলিলকে গ্রেপ্তার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান।

Manual6 Ad Code

পরদিন বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে তাকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইলে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জলিল উদ্দিন উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলী।

Manual4 Ad Code

নিহত সাইফুর রহমান উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

Manual8 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান জানান, সাইফুর হত্যা মামলার এজাহারনামীয় আসামি প্রায় ৩ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোরে তাকে বিয়ানীবাজার এলাকা থেকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা গেছে, সাইফুর রহমান পরিবারের সঙ্গে সিলেটে বসবাস করতেন। ঈদুল আযহা উদযাপন করতে ২০২০ সালের ৩০ জুলাই রাতে তিনি একাই গ্রামে বাড়িতে এসে বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামে মামার বাড়িতে ওঠেন। রাতে ১১টার দিকে একটি নম্বর থেকে ফোন পেয়ে মামার বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ৩১ জুলাই বিকেল ৪টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকতে দেখে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ পাননি। পরে তারা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন সাইফুর রহমানের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনাটি ধাপাচাপা দিতে অভিযুক্ত জয়নাল উদ্দিন ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে এলাকায় প্রচার চালায়। কিন্তু শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলেন। এরপর ওই বছরের ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার কথা উঠে আসায় ওইদিন নিহতের ছোট ভাই এমদাদুর রহমান থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সাইফুর রহমান হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

শেয়ার করুন