সিলেটে আজ আলিম পরীক্ষায় বসছে সাড়ে ৬ হাজার পরীক্ষার্থী
২৭ আগ ২০২৩, ০১:২৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
গত ১৭ আগস্ট থেকে আলিম পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের ২০২৩ সালের আলিম পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার (২৭ আগস্ট)। এবার ইংরেজি প্রথমপত্র দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে।
১৭ আগস্টের কুরআন মাজিদ পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ, মাহির বিভাগ) পরীক্ষা আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২২ আগস্টের বাংলা প্রথম পত্রের পরীক্ষা আগামী ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এ বছর সিলেট বিভাগের ৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছেলে ৩ হাজার ৫১২ জন এবং মেয়ে ৩ হাজার ১১৮ জন। সিলেট বিভাগের চার জেলার মোট ২৪টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাদরাসা শিক্ষাবোর্ডের বরাত দিয়ে সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান- তবে, আলিমের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষাবোর্ড।
মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ শাহ আলমগীর জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়ে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে গঠিত একাধিক ভিজিল্যান্স টিম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবে বলেও জানান তিনি।
বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার আলিম পরীক্ষার্থী রয়েছে ৩ হাজার ২০ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৬২৩ এবং ছাত্রী ১ হাজার ৩৯৭ জন। কেন্দ্র রয়েছে সিলেট জেলায় দশটি। সেগুলো হলো- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, ওসমানীনগরের হযরত শাহজালাল (রহ:) ফাজিল মাদ্রাসা, বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা, গোলাপগঞ্জের ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসা, দক্ষিণ সুরমার জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এবং বালাগঞ্জের ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা।
এছাড়া মৌলভীবাজার জেলায় ৪টি, হবিগঞ্জে ৫টি ও সুনামগঞ্জে ৫টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।