টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি

Daily Ajker Sylhet

admin

০২ অক্টো ২০২৩, ০১:১৫ অপরাহ্ণ


টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি

স্পোর্টস রিপোর্টার:
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি আর মাত্র তিন দিন। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে গত আসরের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরে। এর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে অংশগ্রহণকারী দলগুলো। গেল শুক্রবার বাংলাদেশেও নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। যেখানে জিতেছে বড় ব্যবধানে। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ম্যাচটিতে রয়েছে বৃষ্টির চোখ রাঙানি।

গেল ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর থেকেই সাকিব বাহিনী অবস্থান করছে ভারতের গোয়াহাটিতে। এখানেই তারা খেলছে প্রস্তুতি ম্যাচগুলো এবং শেষ সময়ে প্রস্তুত করে নিচ্ছে নিজেদের। প্রথম প্রস্তুতি ম্যাচ ভালোভাবে শেষ হলেও দ্বিতীয়টিতে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এমনটি দেখা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে।

এর আগে একই কারণে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে সমস্যার সৃষ্টি হয়েছিল। তার মধ্যে গেল শনিবার বৃষ্টির কারণে ভারত-ইংল্যান্ড ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। সাউথ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ একই কারণে পরিত্যক্ত হয়েছিল। এছাড়া ওভার কমিয়েও রেজাল্ট আসেনি অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচে।

গোয়াহাটির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই সপ্তাহ এই অঞ্চলটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা। তবে এটা অনুভব হবে ৩৯ ডিগ্রির মতো। তবে এই তাপমাত্রার মধ্যেও আকাশ থাকবে মেঘলা এবং বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে টাইগাররা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমকেও এদিন দেওয়া হতে পারে বিশ্রাম। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে শরীর থেকে অতিরিক্ত পানি ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। ইনজুরি মুক্ত রাখতে তারা দুজনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন। এছাড়া এ ম্যাচেও খেলবেন না সাকিব আল হাসান।

Sharing is caring!