Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক জাদেজা

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক জাদেজা

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
রবীন্দ্র জাদেজা তো বিশ্বকাপে খেলছেন ভারতের হয়ে, তিনি তাহলে আফগানিস্তান দলের পরামর্শক হলেন কীভাবে?

Manual8 Ad Code

খটকা লাগার কিছু নেই। এই জাদেজা সেই জাদেজা নন। বিশ্বকাপ সামনে রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যাঁকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে, তিনি অজয় জাদেজা। এই জাদেজা ভারতেরই সাবেক অধিনায়ক ও মিডল অর্ডার ব্যাটসম্যান। নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

Manual2 Ad Code

রশিদ–নবীদের নিয়ে এরই মধ্যে মাঠেও নেমে পড়েছেন ৫২ বছর বয়সী অজয় জাদেজা। বিশ্বকাপে তিনি আফগানদের প্রধান কোচ জোনাথান ট্রট, ব্যাটিং কোচ মিলাপ মেওয়াদা, বোলিং কোচ হামিদ হাসান, সহকারী কোচ রইস আহমেদজাই ও ফিল্ডিং কোচ রায়ান ম্যারনের সঙ্গে কাজ করবেন।

Manual5 Ad Code

ভারতের হয়ে ১৯৯২ থেকে ২০০০ সালের মধ্যে ১৯৬ ওয়ানডে ও ১৫ টেস্ট খেলেছেন জাদেজা। দলকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ওয়ানডেতে। তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। বেঙ্গালুরুতে ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২৫ বলে ৪৫ রানের ইনিংসটি এখনো অনেকের চোখে লেগে আছে। সেদিন শেষ ২ ওভারে ৪০ রান নিয়েছিলেন জাদেজা। ওয়াকার ইউনিসের মতো বোলারের ইয়র্কারগুলো আছড়ে ফেলেছিলেন বাউন্ডারির বাইরে।

খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যে ঝুঁকে পড়েন জাদেজা। মাঝে ২০১৫ সালে দিল্লি ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কিছুদিন কাজ করেছেন। কোচিংয়ে অভিজ্ঞতা বলতে এটুকুই।

ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই জাদেজার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে আফগানিস্তান। আগামী শনিবার ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আফগানদের বিশ্বকাপ অভিযান শুরু। তার আগে গুয়াহাটিতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রশিদ–নবীদের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

Manual8 Ad Code

শেয়ার করুন